ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার জানিয়েছেন, তিনি ২০২৬ বিশ্বকাপে খেলতে চান। দেশের হয়ে প্রতিনিধিত্ব করার গৌরবকে জীবনের সেরা অর্জন হিসেবে উল্লেখ করেছেন এই সুপারস্টার।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নেইমার বলেন, “অবশ্যই আমি ফিরব। সেই প্রস্তুতিই নিচ্ছি। আমাকে এবারই (গত নভেম্বরে বাছাইয়ের ম্যাচে) ডাকতে পারত। তবে কোচের সঙ্গে কথা বলার পর বুঝেছি, তিনি না ডাকার সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু পরেরবার আমি অবশ্যই সতীর্থদের সঙ্গে থাকব। দেশের প্রতিনিধিত্ব করার চেয়ে ভালো আর কিছুই হয় না। আশা করি দল আরও উন্নতি করবে।”

বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে আশাবাদ

২০২৬ বিশ্বকাপে খেলার বিষয়ে তিনি বলেন, “সব খেলোয়াড়ের লক্ষ্য থাকে বিশ্বকাপে অংশগ্রহণ করা। আমি এরই মধ্যে তিনটি বিশ্বকাপে খেলেছি। অবশ্যই চতুর্থটিতেও খেলতে চাই। এজন্য মনোযোগ ধরে রাখতে হবে এবং ভালো প্রস্তুতি নিতে হবে।”

আল হিলালের হয়ে ফর্মে ফিরতে চান

দীর্ঘদিনের চোট কাটিয়ে মাঠে ফেরা নেইমার এখন তার ক্লাব আল হিলালের হয়ে দুর্দান্ত মৌসুম কাটানোর লক্ষ্য নির্ধারণ করেছেন। তিনি বলেন, “সবার আগে আমি আল হিলালের হয়ে ভালো একটি মৌসুম কাটাতে চাই। মারাত্মক এক চোট থেকে ফিরেছি। নিজের সেরা ফর্মে ফেরার জন্য সময় নিচ্ছি। আমার অগ্রাধিকার হলো- শারীরিক সক্ষমতা বাড়িয়ে আবারো খেলা শুরু করা। ২০২৫ সালের ক্লাব বিশ্বকাপে আল হিলালের হয়ে খেলতে চাই, কারণ ক্লাবের জন্য এটি গুরুত্বপূর্ণ।”

পেছনের স্মৃতি

২০২২ কাতার বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে হেরে বিদায় নেয় ব্রাজিল। সেই টুর্নামেন্ট শেষে নেইমার ইঙ্গিত দিয়েছিলেন, তিনি পরবর্তী বিশ্বকাপে অংশ নিতে পারেন।

নেইমারের এই ঘোষণা ব্রাজিলের সমর্থকদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। ফুটবলবিশ্ব এখন তাকিয়ে আছে, কীভাবে এই তারকা তার চতুর্থ বিশ্বকাপের জন্য প্রস্তুতি নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *