জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টিতে এলিমিনেটর ম্যাচে জমজমাট লড়াইয়ের পর খুলনা বিভাগের কাছে ৭ রানে হেরে বিদায় নিয়েছে চট্টগ্রাম বিভাগ। এই জয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে জায়গা নিশ্চিত করেছে খুলনা।
খুলনার ইনিংস: সোহানের ফিফটি
শনিবার (২১ ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নামে খুলনা। তবে শুরুটা ভালো হয়নি তাদের। কিন্তু অধিনায়ক নুরুল হাসান সোহানের অনবদ্য ফিফটিতে ভর করে ১৯.3 ওভারে ১৪৬ রানে অলআউট হয় দলটি। সোহান ৩৯ বলে ৫২ রান করেন।
খুলনার অন্য ব্যাটারদের মধ্যে আজিজুল হাকিম তামিম করেন ১৬ বলে ২০, নাহিদুল ইসলাম ১৯ বলে ১৮ এবং ইমরুল কায়েস ১৫ বলে ১৭ রান। চট্টগ্রামের বোলার আহমেদ শরিফ ৪টি এবং ফাহাদ হোসেন ৩টি উইকেট তুলে নেন।
চট্টগ্রামের ব্যাটিং: নাইমের লড়াই
১৪৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে চট্টগ্রাম। দলীয় ৬৫ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে তারা। মাহমুদুল হাসান জয় (৮), আহমেদ সিদ্দিকুর (১১), মুমিনুল হক (৮), শাহাদাত হোসেন দিপু (২৩) এবং ইরফান শুক্কুর (৭) দ্রুত প্যাভিলিয়নে ফিরে যান।
এরপর অধিনায়ক ইয়াসির আলি রাব্বি ও নাইম হাসান মিলে বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করেন। এই জুটি ৫২ রান যোগ করেন। তবে দলীয় ১১৭ রানে ইয়াসির ২৭ বলে ৩৭ রান করে আউট হন।
নাইম শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যান। কিন্তু তার অপরাজিত ২৭ বলে ৩৪ রানের ইনিংসও দলের হার এড়াতে যথেষ্ট ছিল না। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩৯ রানে থামে চট্টগ্রামের ইনিংস।
খুলনার বোলিং: মাসুম ও রানার দুর্দান্ত পারফরম্যান্স
খুলনার পক্ষে মাসুম খান এবং মেহেদী হাসান রানা দুটি করে উইকেট নেন। তাদের কার্যকরী বোলিংয়ের কারণে চট্টগ্রাম শেষ পর্যন্ত লক্ষ্য ছুঁতে ব্যর্থ হয়।
পরবর্তী ধাপ
এই জয়ে খুলনা বিভাগ দ্বিতীয় কোয়ালিফায়ারে জায়গা করে নিয়েছে। সেখানে তাদের প্রতিপক্ষ হবে প্রথম কোয়ালিফায়ারে হেরে যাওয়া ঢাকা মেট্রো। অন্যদিকে, চট্টগ্রামের জন্য এবারের এনসিএল অভিযান এখানেই শেষ।