রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টরে শুক্রবার লাভলীন রেস্টুরেন্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও অগ্নি নিরাপত্তা ব্যবস্থার অভাবে ভবনটি ঝুঁকিপূর্ণ বলে ঘোষণা করা হয়েছে।
আলামত নষ্টের অভিযোগে কর্মচারী আটক
অগ্নিকাণ্ডের ঘটনায় ওবায়দুল ইসলাম নামে এক কর্মচারীকে আলামত নষ্টের অভিযোগে আটক করেছে পুলিশ। তিনি কিশোরগঞ্জ সদর উপজেলার রশিদাবাদ গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
উত্তরা পশ্চিম থানার ওসি হাফিজুর রহমান জানান, ভবনের মালিক আওয়ামী লীগের সাবেক এমপি হাবিব হাসানের ভাগিনা কবির হোসেন। রেস্টুরেন্ট ও ভবন মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
জীবিত উদ্ধার ৭ জন
অগ্নিকাণ্ডে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে ধোঁয়ায় আটকে পড়া সাতজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ছয়জন নারী এবং একজন পুরুষ। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
আগুন লাগার কারণ
ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, রেস্টুরেন্টের নিচতলায় গ্যাস লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়। সিলিন্ডার বিস্ফোরণে আগুন ছড়িয়ে পড়ে। ভবনে অগ্নিনিরাপত্তার কোনো ব্যবস্থা ছিল না, ফায়ার এক্সিটও ছিল না।
ফায়ার সার্ভিসের প্রচেষ্টা
ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট তিন ঘণ্টার বেশি সময় ধরে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার পর ভবনজুড়ে ধোঁয়ার সৃষ্টি হওয়ায় উদ্ধার কাজ কঠিন হয়ে পড়ে।
ঝুঁকিপূর্ণ ভবন ও বাণিজ্যিক কার্যক্রম
ছয়তলা ভবনটি সম্পূর্ণ বাণিজ্যিক। নিচতলায় লাভলীন রেস্টুরেন্ট ও লাভলীন পেস্ট্রি অ্যান্ড ক্যান্ডি রয়েছে। উপরতলাগুলোতে স্বপ্ন বিউটি কেয়ার, পিন্যাকল ডেন্টাল সল্যুশন অ্যান্ড ফিজিওথেরাপি, এবং জান্নাত লেডিস জিমের মতো বিভিন্ন প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছিল। ভবনটির কোনো বাণিজ্যিক অনুমোদন ছিল না।
তদন্ত চলছে
ফায়ার সার্ভিস জানিয়েছে, অগ্নিকাণ্ডের সঠিক কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। ঘটনাস্থলে রেস্টুরেন্টের মালিক বা ভবন মালিক উপস্থিত ছিলেন না।
এই অগ্নিকাণ্ডের ঘটনায় শহরের অগ্নি নিরাপত্তা ব্যবস্থার ঘাটতির বিষয়টি আবারো সামনে এলো। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যথাযথ পদক্ষেপ নেবে বলে আশা করা হচ্ছে।