২০২৪ সালে তুরস্ক তার সামরিক অভিযান চলিয়ে তিন হাজার ৭০ জন সন্ত্রাসীকে হত্যা করেছে বলে দাবি করেছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জেকি আকতুর্ক। বৃহস্পতিবার (২ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। খবরটি আনাদোলু এজেন্সি সূত্রে প্রকাশিত।
আকতুর্ক জানান, নিহতদের মধ্যে সিরিয়ার উত্তরাঞ্চলে ছিলেন এক হাজার ৫৭৯ জন এবং ইরানের উত্তরাঞ্চলে এক হাজার ৪৯১ জন সন্ত্রাসী। তিনি বলেন, “সিরিয়া ও ইরাকের সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে তুরস্কের সামরিক বাহিনীর চলমান অভিযানের ফলস্বরূপ এসব হতাহত হয়েছে।”
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, “২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ৩ হাজার ৭০ জন সন্ত্রাসীকে নিষ্ক্রিয় করা হয়েছে,” এবং গত বছর ১০৭ জন সন্ত্রাসী আত্মসমর্পণ করেছে বলে জানান আকতুর্ক।
এছাড়া, ইরাক ও সিরিয়ার অভিযানে সন্ত্রাসীদের অনেক আস্তানা, অস্ত্রভাণ্ডার, গোলাবারুদ এবং অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
এ প্রসঙ্গে আকতুর্ক জোর দিয়ে বলেন, “সন্ত্রাসীদের একদম নির্মূল না করা পর্যন্ত আমাদের লড়াই বিনা বাধায় অব্যাহত থাকবে।”
তুরস্কের এই দাবি আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিতে পারে, বিশেষ করে সিরিয়া ও ইরাকে চলমান সংঘর্ষের প্রেক্ষাপটে।