ইসরায়েল গাজায় একটি ‘মানবিক অঞ্চলে’ বিমান হামলা চালিয়ে অন্তত ৫২ ফিলিস্তিনিকে হত্যা করেছে। নিহতদের মধ্যে গাজার পুলিশ বাহিনীর প্রধান মাহমুদ সালাহ ও তার ডেপুটি হুসাম শাহওয়ানসহ বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা রয়েছেন। এই হামলাটি ২ জানুয়ারি (বৃহস্পতিবার) দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসের কাছাকাছি আল-মাওয়াসির উপকূলীয় এলাকায় একটি তাঁবুতে ঘটে, যেখানে ১২ জন নিহত হন।
মাহমুদ সালাহ ছিলেন গাজার পুলিশ বাহিনীর একজন অভিজ্ঞ কর্মকর্তা, যিনি দীর্ঘ ৩০ বছর এই বাহিনীতে কর্মরত ছিলেন এবং ছয় বছর ধরে বাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে এক বিবৃতিতে বলেছে, “ইসরায়েল এখন ‘বিশৃঙ্খলা’ সৃষ্টি করছে এবং মারাত্মক হামলা চালিয়ে গাজায় মানবিক দুর্ভোগকে আরও গভীর করছে।” মন্ত্রণালয়ের দাবি, পুলিশ বাহিনী শুধুমাত্র নাগরিকদের সেবা প্রদান করে এবং তারা বেসামরিক সুরক্ষা বাহিনী হিসেবে কাজ করে।
হামলার পরের একটি ভিডিওতে দেখা গেছে, জ্বলন্ত তাঁবু এবং ছড়িয়ে ছিটিয়ে থাকা ধ্বংসাবশেষের মধ্যে জীবিতদের খোঁজা হচ্ছে। নিহতদের মরদেহ আল-আকসা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
এছাড়া, ইসরায়েল আজ গাজার বিভিন্ন স্থানে আরও হামলা চালিয়েছে। বিশেষ করে খান ইউনিসের পূর্বাঞ্চলীয় বানি সুহেইলা, শহরের পশ্চিমে শাতি শিবির এবং উত্তরে জাবালিয়া শরণার্থী শিবিরে হামলায় আরো অন্তত ১২ জন নিহত হয়েছে।