জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টির প্রথম ফাইনালিস্ট হিসেবে জায়গা করে নিয়েছে রংপুর বিভাগ। শনিবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম কোয়ালিফায়ার ম্যাচে ঢাকা মেট্রোকে ৪ উইকেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে তারা।
ঢাকার সংগ্রহ: ১৯৭ রানে থামা
টস জিতে ব্যাটিংয়ে নেমে ঢাকা মেট্রো ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৯৭ রান। দলের পক্ষে সর্বোচ্চ ৪২ বলে ৩০ রান করেন ইমরানুজ্জামান। আমিনুল ইসলাম ২৪ বলে ২৩ রান ও আবু হায়দার ৮ বলে ১৬ রান করে দলের স্কোরে অবদান রাখেন।
রংপুরের বোলার রবিউল হক ছিলেন দুর্দান্ত, ৩টি উইকেট তুলে নেন তিনি।
রংপুরের জবাব: তানবির-আরিফুলের লড়াই
১৯৮ রানের লক্ষ্য তাড়ায় ভালো শুরু করলেও দ্রুত তিনটি উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে রংপুর। মোহাম্মদ রিজান (২০ বলে ১৭), আব্দুল্লাহ আল মামুন (২১ বলে ১৭) এবং আকবর আলি (১১ বলে ৭) রান করে ফিরে যান।
তবে তানবির হায়দার ও আরিফুল হকের দৃঢ়তায় ৪ বল বাকি থাকতে জয় তুলে নেয় রংপুর। আরিফুল ২০ বলে ২২ রান করে আউট হলেও, তানবির ২৬ বলে অপরাজিত ২২ রান করে দলের জয় নিশ্চিত করেন।
ঢাকা মেট্রোর সুযোগ এখনও আছে
প্রথম কোয়ালিফায়ারে হেরে গেলেও, ঢাকা মেট্রোর সামনে এখনো ফাইনালে খেলার সুযোগ রয়েছে। দ্বিতীয় কোয়ালিফায়ারে তারা খুলনা বিভাগের মুখোমুখি হবে।
ফাইনালের দিকে তাকিয়ে রংপুর
রংপুর বিভাগের এই জয় তাদের জাতীয় ক্রিকেট লিগের ফাইনালে নিয়ে গেল। শিরোপার দৌড়ে থাকা রংপুর এবারও তাদের ধারাবাহিক পারফরম্যান্স বজায় রাখতে বদ্ধপরিকর।