টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় ঝিনাই নদীর পাড় কেটে মাটি বিক্রির অভিযোগ উঠেছে ফতেপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার ও সাবেক ছাত্রদল নেতা মো. রফিক মিয়ার বিরুদ্ধে। স্থানীয় সূত্রে জানা যায়, রফিক মিয়া ভেকু মেশিন ব্যবহার করে থলপাড়া এলাকায় নদীর পাড় কেটে মাটি বিক্রি করছেন।
রফিক মিয়া নিজেই স্বীকার করে বলেন, “মাটির ব্যবসা আওয়ামী লীগের আমলেই করেছি, আর এখন তো আমাদের সময়। সবাইকে ম্যানেজ করেই এ ব্যবসা করতে হয়। কিছু মাটি বিক্রি করেছি এবং পরিবহনের জন্য রাস্তা নির্মাণ করেছি। পুরোপুরি কাজ শুরু হলে প্রশাসনসহ সবার সঙ্গে কথা বলব।”
অভিযানে ভেকু মেশিন বিকল
শুক্রবার (২০ ডিসেম্বর) রাতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত থলপাড়া এলাকায় অভিযান চালায়। অভিযানে পুলিশ ও সেনাসদস্যরা অংশ নেন। তবে ঘটনাস্থলে মাটি কাটার সঙ্গে জড়িত কাউকে পাওয়া যায়নি।
ভেকুর চালক রিয়াদ জানান, অভিযানের আগে ভেকু মেশিনটি একটি বাড়ির গাছতলায় সরিয়ে রাখা হয়েছিল। অভিযানে মাটি কাটার স্থান থেকে ভেকু মেশিন এবং ট্রাক না পাওয়ায় ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মেশিনটি ভেঙে ফেলা হয় এবং ইঞ্জিনে বালু ঢেলে বিকল করা হয়। এতে আনুমানিক চার লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন চালক।
প্রশাসনের বক্তব্য
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. মাসুদুর রহমান বলেন, “অভিযানে মাটির ব্যবসার সঙ্গে সরাসরি জড়িত কাউকে পাওয়া যায়নি। এ কারণে কোনো জেল বা জরিমানা করা হয়নি। তবে মাটি কাটার ভেকু মেশিনটি বিকল করা হয়েছে।”
স্থানীয়দের অভিযোগ
স্থানীয়দের মতে, ঝিনাই নদীর পাড় কেটে মাটি বিক্রি করায় পরিবেশের ক্ষতি হচ্ছে এবং নদীর ভাঙন ত্বরান্বিত হচ্ছে। তারা এ ধরনের কার্যক্রম বন্ধে প্রশাসনের আরও কঠোর ভূমিকা আশা করেন।
এ বিষয়ে মাটি ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন পরিবেশবাদী সংগঠনগুলো।